সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৬ ১৬:৪০

জঙ্গিমুক্ত বাংলাদেশের জন্য শহীদ মিনারে মানুষের ঢল

গুলশানের হলি আর্টিসান রেস্তোরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার প্রতিবাদে ডাকা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

সোমবার দুপুর সোয়া ৩ টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে জমায়েত হন শহীদ মিনার এলাকায়। মিছিল নিয়ে উপস্থিত নেতা কর্মীরা জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই স্লোগান দিতে দিতে  সমাবেশে ঢুকেন। নেতাকর্মীদের নিয়ে আসা ব্যানার, ফেস্টুন, পোস্টারে ইতিমধ্যে ছেয়ে গেছে শহীদ মিনার এলাকা। কিছু সময়ের জন্য সমাবেশে আষাঢ়ের বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নেন ১৪ দলের নেতা-কর্মীরা। তবে মিনিট পাঁচেক পর বৃষ্টি থামলে ১৪ দলের নেতা কর্মীরা বসে পরেন সমাবেশস্থলে।

সমাবেশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনের রাস্তায়, টিএসসি, চানখাঁর পুল, হাইকোর্ট এলাকায় চেকপোস্ট বসিয়েছে। তল্লাশি করে সমাবেশে অংশ নিতে আসা প্রতিটি নেতাকর্মীদেরকে ঢুকানো হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত