নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০১৬ ১২:০২

যুদ্ধাপরাধীদের বরাদ্দ দেয়া প্লট বাতিল: গণপূর্ত মন্ত্রী

বিএনপি-জামায়াত সরকারের সময় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের নামে বরাদ্দ দেয়া সরকারি প্লট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার (১৩ জুলাই) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে মন্ত্রী বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দ হওয়া প্লট বাতিল করেছে"।

উল্লেখ্য, ২০০১-২০০৬ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন মন্ত্রী হিসেবে রাজধানীতে প্লট বরাদ্দ পান মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এই দুজনেরই মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নামে রাষ্ট্রীয়  বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল।


আপনার মন্তব্য

আলোচিত