সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ০৯:৪৫

‘শিয়াইল্ল্যা’ বাহিনীর সাথে ‘রোহিঙ্গা’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ২

কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

বুধবার দিনগত রাত ১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সারিয়ং ব্রিজের পশ্চিমের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম ও রঙ্গিখালী এলাকার 'শিয়াইল্ল্যা ডাকাত' গ্রুপের মধ্যে এক ঘন্টার বেশী সময় ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এলজি, একটি একনলা বন্দুক ও একটি কাতুজসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে পুলিশ।

পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

টেকনাফ থেকে পুলিশের আনা দুটি লাশের শরীরে বিভিন্ন স্থানে একাধিক গুলি চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

ওসি বলেন, ডাকাতির মালামাল ভাগ-বাঁটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধ হতে পারে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত