সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ১৪:৫৩

হজ্ব থেকে যাওয়া যাবে না অন্য কোন মুসলিম দেশে

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে অন্য কোনো মুসলিম দেশে যাওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ধর্মমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

বজলুল হক হারুন বলেন, ‘সৌদি আরব থেকে হাজিগণ অন্য কোনো দেশে যেতে পারবেন না। কারণ তারা সেখানে যাওয়ার পর থাকা-খাওয়াসহ সব কিছুই নির্ধারণ করবে এজেন্সি। এর বাইরে তারা কোথাও যেতে পারবেন না। সৌদি সরকার সেখানে হাজিদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে।’ পরিচয়পত্র ছাড়া এবার হজ্ব ক্যাম্পে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানান বজলুল হক হারুন।

হজ্বে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে মন্তব্য করে তিনি বলেন, ‘হজ্বযাত্রীদের হয়রানি, অর্থ আত্মসাৎ, প্রশাসনকে বিভ্রান্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এদের মূল উদ্দেশ্য। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত