সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৬ ০৯:৫৯

‘কল্যাণপুরে নিহতরা জেএমবির সদস্য’

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে গোলাগুলিতে নিহত নয়জনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের আইজি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের এক ভবনে অভিযান চালায়। এতে গোলাগুলিতে নয় 'জঙ্গি' নিহত হয়।

কল্যাণপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ভবনে পুলিশ ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযান চালায়। পুলিশের সঙ্গে এ অভিযানে অংশ নেয় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল।
 

আপনার মন্তব্য

আলোচিত