সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৬ ১৩:২৬

নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের নাম জানিয়েছে আটক হাসান

কল্যাণপুরের এই বাড়িতেই অভিযান চালানো হয়, ছবি: টিভি

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযান নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের নাম জানা গেছে।

সোয়াট বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে  ভোর ৫টা ৫০ মিনিট থেকে এক ঘণ্টা ব্যাপী মূল অভিযানে আহত অবস্থায় আটক জঙ্গি হাসান ওই অভিযানে নিহতদের মধ্যে ৮ জনের নাম জানিয়েছে। তারা হল এমরান, তাপস, রবিন, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির। তবে এসব নাম ঐ জঙ্গিদের আসল নাম কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার(২৫ জুলাই)  দিবাগত রাত থেকেই এই অভিযানের খবর পাওয়া যায় তবে পুলিশ জানিয়েছে  মঙ্গলবার ভোরে এই অভিযান চালায়  পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ দল। এতে নিহত হয়  ৯ জঙ্গি । তারা সবাই জেএমবি সদস্য বলে জানায় পুলিশ। এসময় আটক করা হয় হাসান (২৫) নামের এক জঙ্গি সদস্যকে। তার বাড়ি বগুড়ার জী্বন নগর। আটক এই জঙ্গিকে  আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত