নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৩

অভিজিৎ হত্যা : ২৩ মাসেও জমা হয় নি তদন্ত প্রতিবেদন

দীর্ঘ ২৩ মাস অতিবাহিত হলেও বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে নি তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এদিনও জমা হয় নি প্রতিবেদন। হত্যাকাণ্ডের ২৩ মাসে এ নিয়ে ১৫ বার সময় বাড়াল তদন্ত সংস্থা। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিলের কথা ছিল।

ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম প্রতিবেদন জমার জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান।

তিনি বলেন, “এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অন্তত ১৫টি তারিখ পেছানো হল।”

আগামী ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির কোপে নিহত হন মুক্তমনা ব্লগের এ প্রতিষ্ঠাতা। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।

ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাতজন কারাগারে রয়েছেন। এরা হলেন- মো. তৌহিদুর রহমান, শফিউর রহমান ফারাবী, সাদেক আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী। এছাড়া আবুল বাশার নামের আরেকজন জামিন পেয়েছেন। তবে তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত