সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৭ ০১:৫৪

আবগারি শুল্কের নাম পাল্টানো দরকার: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে 'আবগারি শুল্ক' নিয়ে বেশি আলোচনা হওয়ায় এর নামই পাল্টে ফেলার কথা বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বার্ষিক পারফরমেন্স চুক্তি (এপিএ) শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে সমালোচনার জন্য যখন বেশি কিছু খুঁজে পাওয়া যায় না, তখন তো কিছু বের করতে হয়। এবার সবচেয়ে বেশি সমালোচনা এসেছে আবগারি শুল্ক নিয়ে।

তিনি এসময় বলেন, এর নাম আবগারি শুল্ক কোনোমতেই হওয়া উচিত না। নামটা পাল্টানো দরকার।

অর্থমন্ত্রী আরও বলেন, 'বাজেট তো হলো প্রস্তাব। যখন এটা পাস হয়, তখন অনেক কিছুরই পরিবর্তন হয়।'

তিনি এসময় বাজেটের যেসব বিষয়ে কথা উঠেছে তা পরিবর্তনের আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত