সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৭ ২৩:৪৪

চিকুনগুনিয়া বৃত্তান্ত

ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়া মশাবাহিত চিকুনগুনিয়া জ্বর এখনো আলোচনায়। এই রোগে বেশিরভাগ আক্রান্ত রাজধানীতে হলেও দেশের অন্য এলাকা থেকেও আক্রান্তের খবর আসছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় সরকারের এক কর্তৃপক্ষ অন্য কতৃপক্ষকে দায় দিচ্ছে।

জেনে নেয়া যাক চিকুনগুনিয়া সম্পর্কিত কিছু তথ্য

# তানজানিয়ার মাকোনডে ভাষায় চিকুনগুনিয়া অর্থ হল, যা বাঁকিয়ে ফেলে। শুরুটা জ্বর দিয়ে হলেও ‘হাড় বাঁকানো ব্যথাই’ বলে দেয় এ রোগ কতটা ভোগাতে পারে।

# চিকুনগুনিয়া হলে শরীরের গিটে গিটে ব্যথার পাশাপাশি মাথা কিংবা মাংসপেশিতে ব্যথা, শরীরে ঠাণ্ডা অনুভূতি, চামড়ায় লালচে দানা ও বমি বমি ভাব হতে পারে।

# চিকুনগুনিয়া পরীক্ষার জন্য অপেক্ষা না করে জ্বর হলে প্যারাসিটামল সেবন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

#চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে ঘর বাড়ির আশ পাশ পরিষ্কার রাখতে বলেছেন চিকিৎসকরা। রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি টানানোর পরামর্শও রয়েছে চিকিৎসকদের।


আপনার মন্তব্য

আলোচিত