সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৭ ০৩:২৯

৩০ বারের মত পেছাল অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ৩০ বার তারিখ পেছাল। আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।

সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ১৩ নভেম্বর নতুন দিন নির্ধারণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত