সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৭ ২৩:৩৯

সুপ্রিম কোর্টে ২৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৫ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জনকুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হলো।

এর আগে গত ১২ জুন দায়িত্বে থাকা ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে একই পদে নতুন ২৭ জন আইনজীবী নিয়োগ দিয়েছিল সরকার।

নিয়োগপ্রাপ্তরা হলেন মিয়া সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম, নাজমা আফরিন, মফিজ উদ্দিন, রোকেয়া আক্তার, মো. মিজানুর রহমান, অবন্তি নুরুল, মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনম মুস্তারি, মো. তওফিক সাজাওয়ার, কালীপদ মৃধা, মো. আলতাফ হোসেন আমানি, মো. হাতেম আলী, মুহাম্মদ শাহিন মীরধা, আলী আকবর খান, মো: সেলিম আজাদ, আলেয়া খন্দকার, মারুফা আক্তার, একেএম আলমগীর ফারভেজ ভূঞা, জায়েদী হাসান খান, মাহফুজুর রহমান, কাজী বশির আহমেদ ও সাবিনা পারভিন।

সুপ্রিম কোর্টে বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন। আর সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন ৯৬ জন।

বৃহস্পতিবার ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়ায় এখন এ সংখ্যা দাঁড়াল ১২১ জনে।

আপনার মন্তব্য

আলোচিত