সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০১৫ ১১:২৬

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোকে উৎসাহিত করার জন্য তামাকমুক্ত দিবস পালন করে আসছে। তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দেশের সব জেলায় এবার সরকারি উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হচ্ছে। বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এনজিও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত