নিউজ ডেস্ক

৩১ মে, ২০১৫ ১৪:৩৫

বিশিষ্টজন হত্যার পরিকল্পকারী জঙ্গি গালিব আটক

বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন জুনুদ আল তাওহিদ আল  খলিফা’র প্রধান এবং দেশের বিশিষ্টজন হত্যার পরিকল্পকারী জঙ্গি আব্দুল্লাহ আল গালিবকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩০ মে) দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস’র একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল্লাহ আল গালিব সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস’র (ইসলামিক স্টেট) বাংলাদেশ শাখা সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। 

আব্দুল্লাহ আল গালিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুল আলম রাসেল।

গালিবকে আটকের পর রোববার (৩১ মে) দুপুরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, নতুন জঙ্গি সংগঠন জুনুদ আল তাওহিদ আল খলিফা আইএস’র আদলে সংগঠিত হয়ে দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার পরিকল্পনা করছিলো। সেই সঙ্গে গোপনে কর্মী সংগ্রহ ও অর্থ সংগ্রহের কাজও চালিয়ে যাচ্ছিলো তারা।

ইন্টানেটের মাধ্যমে আইএস’র সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেশে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছিলো বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশানর মো. শাহজাহানসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে গোয়েন্দা সূত্র জানায়, আইএস’র আনসারুল্লাহ বাংলাটিমের পাশাপাশি আব্দুল্লাহ আল গালিব জুনুদ আল তাওহিদ আল খলিফা নামে নতুন জঙ্গি সংগঠন তৈরি করেছেন। এ সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবে ১০/১২ জন সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেন।

সূত্রটি জানায়, নতুন এ জঙ্গি সংগঠনের সদস্যরা আব্দুল্লাহ আল গালির নেতৃত্বে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণটি বাংলাদেশেরই কোনো এক স্থানে হচ্ছে। তবে সেই স্থান রাজধানী ঢাকা না কি পাহাড়ি কোনো অঞ্চল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

আটক গালিবকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

আপনার মন্তব্য

আলোচিত