নিউজ ডেস্ক

১৩ জুন, ২০১৫ ১৫:৪২

চীন সফরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী

চীন সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে দেশটির ইউনান প্রদেশে গেলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে স্পিকার ঢাকা ছাড়েন বলে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১২-১৪ জুন চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠেয় ‘তৃতীয় চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন’ এবং ‘২৩তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোট কমোডিটিজ ফেয়ার’ এ অংশ নিতে স্পিকার চীনে গেলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরীন শারমিনকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, সংসদ সচিব আশরাফুল মকবুল।

আগামী ১৫ জুন শিরীন শারমিনের দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত