সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৮ ১৪:৩৮

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে মাগরিবের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১৬ মে) সন্ধ্যায় ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আজ চাঁদ না উঠলে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হবে পবিত্র রমজান। রাতে তারাবিহ আদায়ের পর শুক্রবার প্রথম রোজা। আর চাঁদ উঠলে বৃহস্পতিবার থেকেই শুরু হবে রমজান মাস।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

অন্যদিকে, সৌদি আরবের আকাশে ১৫ মে ২০১৮ মঙ্গলবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৭ মে বৃহস্পতিবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে। মঙ্গলবার রাতে সৌদি বাদশার উপদেষ্টা তুর্কি আল শেইখ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত