সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৮ ১৩:১৩

বিহারি ক্যাম্পে মাদকবিরোধী অভিযান; আটক দেড়শতাধিক

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প (জেনেভা ক্যাম্প) ঘিরে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে দেড়শতাধিক মাদক বিক্রেতা আটক হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ মে) সকাল ১১টা থেকে ক্যাম্পটি ঘিরে র‌্যাবের বেশ কয়েকটি ইউনিট এ অভিযান পরিচালনা করছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিহারী ক্যাম্পে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ক্রয় বিক্রয় হয় বলে তাদের কাছে তথ্য আছে। এই তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, অভিযানে কোনো ধরনের বাধার সম্মুখীন হইনি। মাদক ব্যবসায় জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যে তথ্য আমাদের কাছে আছে এবং আমরা চাই যে মাদক ব্যবসার সঙ্গে যারা সম্পর্কিত আছে, আমরা তা নির্মূল করতে চাই। আমরা এখানকার কমিউনিটিকে অনুরোধ করেছি, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান র‌্যাবের মুখপাত্র।

আপনার মন্তব্য

আলোচিত