সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৮ ১৬:০২

ঈদে বাসের অগ্রিম টিকেট ৩০ মে থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০ মে থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

৩০ মে সকাল থেকে সাত দিনের আগাম টিকিট দেওয়া হবে। এছাড়া ১ জুন থেকে ট্রেনের আগাম টিকিট দেওয়া শুরু হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, ৩০ মে থেকে আমরা বাসের অগ্রিম টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন সকাল ৯টা থেকে ১৪ জুনের আগাম টিকিট দেওয়া হবে।

তিনি আরো বলেন, ফিরতি টিকিট কবে দেওয়া হবে সেটি এখনো ঠিক করা হয়নি। তবে ফিরতি টিকিট এবার ঢাকা থেকেই কাটা যাবে এবং অনলাইনেও সংগ্রহ করা যাবে।

ভাড়া সম্পর্কে তিনি বলেন, আমরা সরকার-নির্ধারিত ভাড়াই নেব। এর থেকে বেশি ভাড়া নেওয়া হবে না।

আপনার মন্তব্য

আলোচিত