সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০১৮ ১৫:৩৪

নির্বাচন করবেন মাশরাফি-সাকিব: পরিকল্পনা মন্ত্রী

জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথায় এই ইঙ্গিত দেন। তবে তারা কোন দলের হয়ে নির্বাচন করবেন এমনটা পরিষ্কার করে বলেননি মন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাদেরকে (মাশরাফি ও সাকিব) সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও তারা দাঁড়ান তারপরও তাদেরকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটিও এখন বলা যাবে না।

মুস্তফা কামাল বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন তারা। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন।

তিনি বলেন, এখন মাশরাফি, সাকিবরা অনেক কম বয়সে নির্বাচন করবেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো। তিনি বলেন, আইসিসিতে এখন খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।

আপনার মন্তব্য

আলোচিত