সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৮ ১৪:২৮

খালেদার চেয়ে এরশাদই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী: অর্থমন্ত্রী

আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ব্যক্তিগত কোনও চিন্তাভাবনা না থাকলেও দলের সিদ্ধান্তে সিলেট সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (১৮ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেবো না আমি আগেই বলেছি। তবে যদি এরশাদ সাহেব বা খালেদা সিলেট সদর আসনের প্রার্থী হয়, তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কে বেশি শক্তিশালী এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এরশাদ সাহেব সিলেটে অনেক জনপ্রিয়। খালেদাও জনপ্রিয়। যেহেতু এরশাদের আমলে সিলেটে বেশ কিছু উন্নয়ন হয়েছে সেহেতু আমি খালেদা জিয়ার চেয়ে এরশাদকে বেশি যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করছি।

খালেদার জেলখানায় ঈদ করা সম্পর্কে তিনি বলেন, পলিটিক্যাল নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঈদ করতে হয়। গত ১০ বছরে আমিও তিনবার বিদেশে ঈদ করেছি।

এবারের ঈদ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, প্রথমত ঈদ কবে হবে তা নিয়ে কোনো সংশয় ছিল না। দ্বিতীয়ত দুই/একটি স্থানে বৃষ্টি হলেও সারাদিন আবহাওয়া ভালো ছিল। ঈদের জামাতগুলো কোনো রকম দুর্ঘটনা ছাড়া শান্তি মতো অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত