সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৮ ১৭:৪৩

বিটিভি দর্শকদের কাছে সব থেকে সমাদৃত চ্যানেল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “এখন পর্যন্ত বিটিভি দর্শকদের কাছে সব থেকে সমাদৃত চ্যানেল। অন্য যে কোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী দর্শক নন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে।”

বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মৌলভীবাজারের সংসদ সদস্য আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি দাবি করেন, বাংলাদেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখেন।

বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় সরকারি টেলিভিশন বিটিভির জনপ্রিয়তা কমে না গিয়ে  আরও বেড়েছে বলেও দাবি ইনুর।

তথ্যমন্ত্রী আরো বলেন, “পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করছে বিটিভি। এতে দর্শকদের জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বৃদ্ধি পেয়েছে।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বর্তমানে একমাত্র সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল। এছাড়া আরো ৩০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। যার মধ্যে ৯টিই সংবাদ ভিত্তিক চ্যানেল।

আপনার মন্তব্য

আলোচিত