সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৮ ১২:০০

লক্ষ্যমাত্রার ৬ বছর আগেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে: অর্থমন্ত্রী

বিশ্বে দারিদ্র্য মোচনে জাতিসংঘের লক্ষ্যমাত্রার ৬ বছর আগেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি দারিদ্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে দেশগুলোর ওপর উন্নত বিশ্বের ঋণের বোঝা কমানোর আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের বৈঠকে সোমবার টেকসই উন্নয়নের লক্ষ্যে উন্নয়নশীল দেশে উত্তরণের পথ নির্বিঘ্ন করতে স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা দেয়া নিয়ে পার্শ্ব বৈঠক হয়েছে।

সোমবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের বৈঠকে, বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মস্তফা কামাল।

অনুষ্ঠানে ভুটানের অর্থমন্ত্রী, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিরা বক্তৃতা করেন।

জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে উন্নয়নশীল দেশ হতে হলে সব দেশের সহযোগিতা প্রয়োজন।

পরিকল্পনামন্ত্রী জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের অগ্রযাত্রায় রোহিঙ্গা ইস্যু কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

আপনার মন্তব্য

আলোচিত