সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৮ ২৩:৫৫

বাজপেয়ীর মৃত্যুতে এরশাদের শোক

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বাজপেয়ীর মৃত্যুতে উপমহাদেশ একজন দেশপ্রেমিক নেতা হারাল।

তিনি বলেন, বাজপেয়ীর মৃত্যুতে ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অটল বিহারি বাজপেয়ীর দূরদর্শী উদ্যোগ ও মানবতাবোধ হুসেইন মুহম্মদ এরশাদ গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এরশাদ বলেন, তিন দফায় বন্ধুপ্রতিম ভারতের প্রধানমন্ত্রী হয়ে অটল বিহারি বাজপেয়ী প্রমাণ করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অটল বিহারি বাজপেয়ীর আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের ও ভারতের শোকার্ত নাগরিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত