সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৩

শ্রদ্ধায় ও ভালোবাসায় সমাহিত রমা চৌধুরী

শ্রদ্ধায় ও ভালোবাসায় সমাহিত হলেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী পোপাদিয়া গ্রামে তাঁকে সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টায় রমা চৌধুরীর মরদেহ চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে গার্ড অব অনার দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার এস এম মোস্তাইন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল রমা চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করে।

রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সাংবাদিক ইউনিয়ন, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর রমা চৌধুরীকে তাঁর দীর্ঘদিনের বাসস্থান চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেও বিভিন্ন সংস্কৃতিকর্মীরা তাঁকে শ্রদ্ধা জানান। পরে বোয়ালখালী পোপাদিয়া গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত