সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিএনপি নেতারা সচিবালয়ে

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি এবং তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হবে বলে একটি সূত্র জানিয়েছেন।

সচিবালয়ে রোববার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার সময় প্রথম এসে উপস্থিত হন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এরপর ২.৫৬ মিনিটে একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত হন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশের আগে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ১০ সদস্যের দল আসার কথা ছিল। আমরা ৮ জন এসেছি। আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে এসে আলোচনায় যোগ দেবেন। আরেকজন আসবেন না।’

এর আগে বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৭ সেপ্টেম্বর) বলেছিলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত