সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৫ ১৯:৪৬

রিংটোন, ওয়েলকাম টিউনে ভিনদেশি গান নয় : হাইকোর্ট

এক রিট আবেদনের শুনানি শেষে মোবাইল ফোনের রিংটোন বা ওয়েলকাম টিউনে হিন্দি, ভারতীয় বাংলা চলচ্চিত্র বা উপমহাদেশের অন্য কোনো দেশের সিনেমার গান ব্যবহার থেকে ‘বিরত’ থাকতে বলেছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি রিটের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।

মোবাইল ফোনের ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ এসব গান ও সুর ব্যবহার কেন বেইআনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী জানান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এজন্যে সংস্কৃতি সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যা্নসহ মোবাইল অপারেটরদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এসকে শাহেদ আলী মোবাইল ফোনের রিংটোন, ওয়েলকাম টিউন ও অন্যান্য ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ হিন্দি বা উপমহাদেশের অন্য দেশের গান ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে গত জুনে এই রিট আবেদন করেছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত