সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪৩

এখন থেকে পাবলিক বাসেই চড়বেন তারানা

এখন থেকে জনসাধারণের মতো প্রতিদিন পাবলিক বাসে যাতায়াত করবেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে অফিস শেষে ৬ নম্বর বাসে চড়ে গুলশানের বাসায় ফেরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এরআগে এদিন তিনি অফিস শেষে সাধারণ যাত্রীদের সঙ্গে পাবলিক বাসে চড়ে বাসায় ফিরেন বলে জানান তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

এদিকে একজন প্রতিমন্ত্রী বাসে করে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারীরা। এ সময় যাত্রীরা প্রতিমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন, দিয়েছেন বাহবাও। পুরানা পল্টন থেকে ঢাকার বহুল ব্যবহৃত ‘৬ নম্বর’ বাসটি তেজগাঁও হয়ে গুলশান-১ নম্বরে যায়। সেখান থেকে পায়ে হেঁটে বাসায় ফেরেন প্রতিমন্ত্রী।

পাবলিক বাসে যাতায়াতের পর এক প্রতিক্রিয়ায় তারানা হালিম বলেন, ‘পাবলিক বাসে কেন উঠতে পারব না? আজ দুপুর ১২টায় উঠলাম। পুরানা পল্টন-তেজগাঁও-গুলশান রুটের বাস। আমাকে দেখে কী যে খুশি যাত্রীরা। কেউ অবাক হয়, কেউ সেলফি তোলে। কেউ বলে অনেক গরম, পারবেন তো?’

‘আমি বললাম, আপনারা পারলে আমিও পারব। সবার সঙ্গে কথা বলা, ছবি তোলা। খুব ভালো লাগল।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুকে একটা বাচ্চা লিখেছিল আমরা পাবলিক বাসে উঠি না কেন? উঠলাম বেটা। আর আজ থেকে প্রতিদিন অফিসে যাব পাবলিক বাসে, আর ফিরব পাবলিক বাসে। অ্যান্ড ইটস অ্যা প্রমিজ, যা আমি রাখব।’

এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, ‘চিন্তা করেছি পাবলিক বাসে চলাচল করবো, বিআরটিএতে নয়। আমরা উঠলে যদি তারা (চালক) সচেতন হন। এটা আমরা নিজের একটা দেখার বিষয়, যে একটু দেখি।’

আপনার মন্তব্য

আলোচিত