সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৪

যুদ্ধাপরাধী সাকার কবরের ‘শহীদ’ নামফলক অপসারণ

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করেছে ছাত্রলীগ।

শুক্রবার বিকাল সোয়া  ৪টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদেরের কবরের নামফলক অপসারণ করেন।

গোলাম রাব্বানী তার ফেসবুকে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন।

রাব্বানী লিখেন, “দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিল শহীদ। বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।”

চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরে ‘চট্টগ্রামের ত্রাস’ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৫ সালের নভেম্বরে।

মুক্তিযুদ্ধের দিনগুলোতে যে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মুসলিম লীগ নেতার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর সেই চট্টগ্রামের রাউজানেই তার কবর হয়।

আপনার মন্তব্য

আলোচিত