সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৫ ১২:৫৩

দলে আরও বেশি সময় দিতেই এ পরিবর্তন: ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের মনে করছেন, দলে আরও বেশি সময় দেওয়ার জন্যই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব থেকে সরানো হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে এ প্রসঙ্গে মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, “হয়ত তিনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন, সে (সৈয়দ আশরাফ) অতিরিক্ত ভার বহন করছেন। দলে আরও ভাল করে বেশি সময় দেওয়ার জন্য এটা (দপ্তরবিহীন করা) হতে পারে।”

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে দেওয়া হয় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব।

দ্বায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ অনেক বৈঠকে অনুপস্থিতি নিয়ে আশরাফের সমালোচনা ছিল দলের ভেতর। গত  মঙ্গলবার একনেক বৈঠকে আশরাফকে না দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন বলে খবর আসে গণমাধ্যমে ।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের বন্দি হওয়ার প্রেক্ষাপটে দলে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ভার আসে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী সৈয়দ নজরুলের ছেলে আশরাফের উপর।

আপনার মন্তব্য

আলোচিত