নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:২২

সিলেট বিভাগের ৩টিসহ সরকারি হল আরও ৪৩ স্কুল

সিলেট বিভাগের ৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের আরও ৪৩টি বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। যার মধ্যে সিলেট  বিভাগের হবিগঞ্জে ১টি ও মৌলভীবাজারে ২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে আদেশ জারি করেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।  নতুন ৩৬টিসহ সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪৫৮টি।

সিলেট বিভাগের নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হল: হবিগঞ্জের বাহুবলে দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুল বাহুবল ও মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও রাজনগরের শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়।

হবিগঞ্জে ও মৌলভীবাজারের ৩টি ছাড়া দেশের অন্যান্য জেলায় আরো ৪০টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত