নিউজ ডেস্ক

১২ জুলাই, ২০১৫ ০৯:১৮

ট্রাইব্যুনাল নয়, তদন্ত হোক জাতিসংঘের তত্বাবধানে : বিএনপি

ফাইল ছবি

বছরের শুরুতে টানা তিন মাসের হরতাল-অবরোধের সময় নাশকতার ঘটনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। এজন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি করে নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'খালেদা জিয়ার নির্দেশে পেট্রলবোমা হামলা হয়েছে'- ক্ষমতাসীনদের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

বিএনপি নেতা আরো বলেন, বিএনপি কখনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না, সরকারি তদন্ত হলে তদন্তকারীদের কাছ থেকে ন্যায়সংগত তদন্ত আশা করা যাবে না। সে জন্য জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে তদন্ত চায় বিএনপি। সরকার বলছে, বিএনপি নেত্রী হুকুম দিয়েছেন বলেই নাশকতা হয়েছে, বিএনপি নেতাদেরও অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু বিএনপি বা তার কোনো নেতা পেট্রলবোমা বা এ ধরনের কোনো নাশকতার সঙ্গে জড়িত নন।

রিপন বলেন, 'বিএনপি নাশকতায় নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আন্তর্জাতিক তদন্ত হলে নাশকতায় সত্যিকার অর্থে কারা জড়িত, তা বেরিয়ে যাবে। তখন বিএনপি চেয়ারপারসনের কথার যথার্থতা প্রমাণিত হবে। এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। কিন্তু আন্তর্জাতিক তদন্ত না করে যদি বিরোধী দল বা শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়, গণতন্ত্রের জন্য তা ভালো হবে না।'

পুলিশকে দায়ী করে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে রিপন বলেন, 'ওনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বা পদে থাকা ব্যক্তিরা দায়িত্বের বাইরে কোনো কথা বলেন না। আমার দলের নেত্রী যে অভিযোগটি করেছেন, নিজ দায়িত্ব নিয়েই বলেছেন।'

এ প্রসংগে তিনি আরোও বলেন, বিএনপির বিনাশ হলে আওয়ামী লীগেরও বিনাশ হবে। আর আওয়ামী লীগের বিনাশ ঘটলে বিএনপিরও বিনাশ ঘটবে।

রিপন বলেন, রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদদের সমালোচনা করে, তবে বিকল্প শক্তি এসে তাদের কাঠগড়ায় দাঁড় করালে তখন আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ থাকবে না। এ জন্য এক-এগারো থেকে শিক্ষা নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত