সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৮ ১৯:১৪

মিয়ানমারের মানচিত্রে সেন্টমার্টিন থাকায় রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমারের মানচিত্রে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিনকে দেখানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে মিয়ানমারকে একটি কূটনৈতিক চিঠি দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশিদ আলম।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারে সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনের দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। বিষয়টি জানতে পেরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তার হাতে কূটনৈতিক প্রতিবাদপত্র ধরিয়ে দেন খুরশিদ আলম।

আপনার মন্তব্য

আলোচিত