সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৮ ২০:৩০

অনির্দিষ্টকালের অবরোধের ডাক মুক্তিযোদ্ধা সন্তানদের

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে সড়ক-নৌ-রেলপথে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে শাহবাগে আয়োজিত মহাসমাবেশে থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন এ ঘোষণা দেন।

সমাবেশে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, আমরা দেশের তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে বাঁচতে চাই না। আমরা ভিক্ষার জন্য আসিনি, আমরা সমাবেশে এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে। সব ধরনের চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে অবরোধ চলবে। নৌ পথ ও রেল পথে অবরোধ পালনের জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি তিনি আহ্বান জানান।

এর আগে বেলা ২টার পর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে শাহবাগে আসতে থাকেন মুক্তিযোদ্ধার সন্তানরা। চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। এসময় শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের কোনও তৎপরতা দেখা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত