নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৫ ১২:৪১

রাজন হত্যা: দুই শিল্পীর আঁকা আর আবৃত্তিবন্ধ প্রতিবাদ

শিশু রাজনকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে নির্যাতনের সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার পর সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রতিবাদে যোগ দিয়েছেন।

নিজেদের সৃষ্টিকর্ম বন্ধ রেখে এ প্রতিবাদে যোগ দিয়েছেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। রাজন হত্যা প্রতিবাদে কবিতা পড়া বন্ধ করেছেন নন্দিত এ আবৃত্তিশিল্পী। এদিকে তরুণ চিত্রশিল্পী চারু পিন্টু ঘোষণা দিয়েছেন রাজন হত্যাকারীদের গ্রেফতারের আগ পর্যন্ত তিনি আর ছবি আঁকবেন না।

খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তার এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানান পিন্টু। সোমবার বিকেলে এমনটাই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘রাজনের হত্যার ভিডিওটি দেখার পর থেকে মাথায় ছবি আঁকার কোনও আগ্রহ পাচ্ছি না। আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। তাই আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করলাম। ছবি আঁকা বন্ধ করে দিলাম।’

শিমুল মুস্তাফা বলেন, ‘আমি আর কবিতা পড়ব না, যতদিন এই বর্বর প্রাণীদের বিচার না হয়। এ প্রতিবাদটুকু আমি করলাম। কবিতা এমন অসভ্য জাতির জন্য নয়।’

জনপ্রিয় এই আবৃত্তিশিল্পী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমি আমার মতো করে প্রতিবাদ করলাম। এর বেশিতো ক্ষমতা নেই। যতবার ভিডিওটি দেখেছি চোখের পানি ধরে রাখতে পারিনি। এটা কোনও সভ্য মানুষের কাজ হতে পারে না।’

আপনার মন্তব্য

আলোচিত