সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০১৮ ০০:০৬

আরপিওর সংশোধনীর অধ্যাদেশে রাষ্ট্রপতির সাক্ষর

জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনেও (ইভিএম) ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাক্ষর করেছেন। বুধবার রাষ্ট্রপতি এই সংশোধনীতে অধ্যাদেশে সাক্ষর করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

জাতীয় সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হলো।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে নির্বাচন কমিশন (ইসি) ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে।

আরপিও সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এত দিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হতো। এ ছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।

সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ভোট গ্রহণে ইভিএমের ব্যবহার চালুর এ উদ্যোগ নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। ইসি ৩০ আগস্ট আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে।

আপনার মন্তব্য

আলোচিত