সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৫ ১৬:০২

মন্ত্রণালয়ে উপহার হিসেবে ফুল নিয়েও প্রবেশ নিষিদ্ধ করলেন তারানা হালিম

কেবল উপহারই নয় তাঁর মন্ত্রণালয়ে ফুল নিয়ে প্রবেশের ওপরও বিধিনিষেধ আরোপ করেছেন সদ্য মন্ত্রীসভায় যোগ দেওয়া তারানা হালিম এমপি। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন।

শপথ নেওয়ার পরের দিন শবে কদর উপলক্ষে সরকারী ছুটি থাকায় বৃহস্পতিবার প্রথম অফিস করেন তিনি এবং বলেছেন- কোনোভাবেই তার মন্ত্রণালয়ে দুর্নীতি প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি তাঁর প্রথম ৯০ দিনের কর্মসূচি নেওয়ার কথাও জানান।

কোনো বেসরকারি কোম্পানি যেনো ফুল নিয়েও আসতে না পারে সে ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সতর্ক করেছেন তিনি।

রাষ্ট্রায়ত্ব টেলিটক কোম্পানির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ইঙ্গিত করে তারানা হালিম বলেন, দেশের অর্থ দেশে রাখতে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটককে আরো শক্তিশালী করা হবে। আর এই অর্থ দেশের উন্নয়নে কাজে লাগানোর কথা জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে অভিনয় জগতে এসে পরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তারানা হালিম মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন।

নিজেকে তাই গণমাধ্যমের মানুষ হিসেবে উল্লেখ করে দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতা চান নতুন প্রতিমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত