সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০১৮ ২৩:৩০

একতরফা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে: ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে 'একতরফা নির্বাচনের' ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, 'এই তফসিলের মাধ্যমে একতরফা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এটা সরকারের ইচ্ছার প্রতিফলন ছাড়া আর কিছুই না।'

এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সিইসি একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর নির্বাচন হবে ২৩ ডিসেম্বর।

নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছাতে বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের দাবির মধ্যেই বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করেন সিইসি।

আপনার মন্তব্য

আলোচিত