নিউজ ডেস্ক

১৮ জুলাই, ২০১৫ ১২:৫১

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

ফাইল ছবি

ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবারের সদস্যদের নিয়ে শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে গণভবনের ভেতরে তৈরি প্যান্ডেলের মঞ্চে পৌঁছান তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা ওভারমায়ার, মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ ও মেয়েজামাই খন্দকার মাসরুর হোসেন।

প্রধানমন্ত্রী প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, বুদ্ধিজীবী, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, এতিম-দুস্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, দীপু মনি, কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, উপদেষ্টা এইচটি ইমাম, সাংসদ মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত