সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০১৫ ০০:২৬

রেলমন্ত্রী আশঙ্কামুক্ত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের একান্ত সচিব কিবরিয়া মজুমদার জানিয়েছেন বিভিন্ন শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রী এখন আশঙ্কামুক্ত।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে রেলমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে ওইদিন রাত ১০টার দিকে কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করানো হয়। সিএমএইচ-এ জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়।

সিঙ্গাপুরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া। রেলমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত