ছাতক প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০১৮ ১৬:৪৮

চারদিনের জন্য প্রধান বিচারপতির দায়িত্বে ছাতকের ইমান আলী

২৪ থেকে ২৭ নভেম্বর চারদিনের জন্য পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের সন্তান।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

বিচারপতি মোহাম্মদ ইমান আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের প্রবীণতম বিচারক।

আপনার মন্তব্য

আলোচিত