সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৮ ২১:০০

ধানের শীষ নিয়ে ভাসানীও নির্বাচন করেছিলেন: রেজা কিবরিয়া

ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘ধানের শীষ নিয়ে নির্বাচন মওলানা ভাসানীও করেছিলেন। তাই ধানের শীষ নিয়ে কাজ করা কোনো সমস্যা না।’ তিনি আরো বলেন, ‘কামাল হোসেনের নেতৃত্বে আমি গর্বিত।’

রোববার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজা কিবরিয়া। গণফোরামের ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।

ড. রেজা কিবরিয়া প্রয়াত আওয়ামী লীগনেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়েছেন তিনি।

ড. কামাল হোসেন বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক। বিএনপি ঐক্যফ্রন্টের অন্যতম দল। জাতীয় ঐক্যফ্রন্ট আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেন, ‘আমাকে এই দেশে থাকতে হবে। আমার আর কোনো পাসপোর্ট নেই। দেশের জন্য কিছু ‍করতে চাই। এই সময় প্রতিরোধ করতে হবে। কামাল হোসেনের নেতৃত্বে আমি গর্বিত।’

রেজা কিবরিয়া বলেন, ‘আমি আইএমএফ, জাতিসংঘ, বিশ্বব্যাংকে কাজ করেছি। ৪০টি দেশে অর্থনীতি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। এই দেশে সে জ্ঞান ব্যবহার করার সুযোগ পাব। তাই আজ এখানে এসেছি।’

রেজা কিবরিয়া বলেন, ‘ধানের শীষ নিয়ে নির্বাচন মওলানা ভাসানীও করেছিলেন। তাই ধানের শীষ নিয়ে কাজ করা কোনো সমস্যা না। এটি একটি সিম্বল। আমরা সব মানুষের সমান অধিকার চাই।’

সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার গণফোরামে যোগদান করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ ব্যাপারে ড. কামাল হোসেন বলেন, ‘এটি নিশ্চিত নই। এ বিষয়ে আমরা অফিশিয়াল কিছু বলিনি। মিডিয়া সংবাদ করেছে।’

তবে বেসরকারি টিভি চ্যানেল ‘একুশে টিভি’র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গণফোরামে যোগদান করেন বলেন জানান গণফোরাম নেতা সুব্রত চৌধুরী। তবে তিনি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন সদ্য গণফোরামে যোগদান করা মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন। আ ম সা আ আমিন ২০০০ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। ২০০৬ সালে কুড়িগ্রাম ২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

সাবেক এই আওয়ামী লীগ নেতা গণফোরামে ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কুড়িগ্রাম তথা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য  ঐক্যফ্রন্টে যোগদান করেছেন বলে জানান আ ম সা আ আমিন।

আপনার মন্তব্য

আলোচিত