সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৪

শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা দেন ৩ শিক্ষক

তদন্ত প্রতিবেদন

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যায় স্কুলটির তিন শিক্ষক প্ররোচিত করেছিলেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার  নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ইতিমধ্যে ওই তিন শিক্ষককে বরখাস্ত করতে পরিচালনা কমিটিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি। এই তিন শিক্ষকের এমপিও স্থগিত করা হয়েছে।

আর আগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সরকার ঢাকা আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির বাকি দুই সদস্য হলেন ঢাকা আঞ্চলিক শিক্ষা অফিসের উপপরিচালক শাখাওয়াত হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা বেনজীর আহমেদ। সেই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো।

এদিকে স্কুলের সামনে মঙ্গলবার থেকে চলা শিক্ষার্থীদের আন্দোলনের জেরে স্কুলের ক্লাস ও পরীক্ষা স্থগিতেরও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

আপনার মন্তব্য

আলোচিত