সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৮ ২২:৪৩

আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ জয়

১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ দলের সদস্যরা দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে বতসোয়ানার রাজধানী গ্র্যাব্রয়নে থেকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের দলনেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী।

বাংলাদেশ দলের ইমতিয়াজ তানভীর রহিম (নটরডেম কলেজ) ও আবরার তাসনিম আবির (সেন্ট গ্রেগরিজ হাই স্কুল) রৌপ্য পদক অর্জন করেছে। আর মুয়াম্বার সারোয়ার নিবিড় (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল), আবসার খান সিয়াম (মতিঝিল আইডিয়াল স্কুল), মিনহাজুর রহমান চৌধুরী (মতিঝিল আইডিয়াল স্কুল) ও অভিষেক মজুমদার সন্তু (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ) পেয়েছে ব্রোঞ্জ পদক।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি দেশে এই অলিম্পিয়াড আয়োজন করে এবং ছয়জনের দলকে আইজেএসওতে পাঠানো হয়। এই আয়োজনের সহযোগী প্রথম আলো।

আপনার মন্তব্য

আলোচিত