সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৮ ২০:০২

গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এতে গয়েশ্বর রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার পরিচর্যা হাসপাতালের সামনে এই হামলা হয়। বিষয়টি জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও স্থানীয় নেতা অ্যাডভোকেট কাউসার আহমেদ। রক্তাক্ত গয়েশ্বর চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউসার আহমেদ বলেন, চুনকটিয়া এলাকায় প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে কদমতলী যাচ্ছিলেন গয়েশ্বর। পথে পরিচর্যা হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে তাদের ওপর হামলা করা হয়। এতে গয়েশ্বর রায়সহ ২০-২৫ জন আহত হন। তখন রক্তাক্ত অবস্থায় একটি দোকানে অনেক সময় অবরুদ্ধ ছিলেন গয়েশ্বর। পরে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়।হাসপাতালে গয়েশ্বর চন্দ্র রায়।

আব্দুস সালাম আজাদ বলেন, গয়েশ্বরের মাথায় আঘাত করা হয়েছে। তাকেসহ নেতাকর্মীদের কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত