সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৯ ১৮:২৮

প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ: দীপু মনি

ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁস রোধ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবার কালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী  বলেন, "আমাদের নির্বাচনী ইশতেহারে ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করা অন্যতম। তা অর্জনে আমরা কাজ করবো। এ ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস রোধ করা বড় চ্যালেঞ্জ। কিন্তু তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।"

পাশে বসা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে সাথে নিয়ে দিপু মনি বলেন, "আমরা চেষ্টা করবো প্রধানমন্ত্রী যে বিশ্বাস-আস্থা রেখেছেন তা রক্ষা করতে। শিক্ষার মান উন্নত করার চ্যালেঞ্জ সারা বিশ্বে আছে। সে চ্যালেঞ্জ অর্জনে আমরা কাজ করে যাবো।"

শিক্ষামন্ত্রী বলেন, "সরকারকে জনগণ উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। আমরা আমাদের অঙ্গীকার পূরণের চেষ্টা করব।"

এসময় উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, "নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।"

আপনার মন্তব্য

আলোচিত