সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৯ ১৩:১৬

ঢাকার রাস্তায় ফের বিক্ষোভে পোশাক শ্রমিকরা

সরকারের পক্ষ থেকে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও ঢাকার কয়েকটি রাস্তায় ফের বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

শনিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, ভাষানটেকসহ কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আর রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজট।

শ্রমিকদের অভিযোগ, নতুন কাঠামোয় তারা প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন না।

এদিকে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে মজুরি কাঠামো পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করেছে। কমিটি গত বৃহস্পতিবার তাদের প্রথম সভাও করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সকাল থেকে মিরপুর-শেওড়াপাড়াসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা অবস্থান নিয়েছে। যে কারণে সেসব সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত