সিলেটটুডে ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৯ ১৬:২৯

আইন মানলে সড়কে স্বস্তি ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক আইন মানলে সড়কে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, হেলমেট ছাড়া কেউ এখন মোটরসাইকেল চালায় না। তাই বাস চালক, যাত্রী এবং পথচারীরা যদি ট্রাফিক আইন মানে তাহলে সড়কে যে বিশৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণে চলে আসবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সবাই সড়কে নামলে মনে প্রশ্ন জাগে আমরা ওই জায়গায় কত সময়ে যেতে পারবো। এ প্রশ্নের উত্তর সহজ করতে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরও সেটি যথেষ্ট নয় মনে করে আমরা আবারও ১৫দিন ব্যাপী ট্রাফিক পক্ষ পালন করতে যাচ্ছি।

তিনি বলেন, এ ট্রাফিক পক্ষের মাধ্যমে সবাইকে ট্রাফিক বিষয়ে সচেতন করতে আমরা চেষ্টা করবো। আমরা যদি সবাই মিলে এ ট্রাফিক নিয়ম কানুনগুলো মানার চেষ্টা করি তাহলে আমাদের এ দুর্বিসহ যানজট নিরসন হয়ে যাবে।

আসাদুজ্জামান খান আরো বলেন, ছয় মাস আগেও মোটর সাইকেল চালকরা হেলমেট পরতো না। এখন সবাই হেলমেট পরে মোটর সাইকেল চালাচ্ছে। আমরা শৃঙ্খলায় ফিরতে চাই। এটা তার প্রমাণ। তাই আমরা ঢাকাসহ সারা বাংলাদেশকে দেখাতে চাই কিভাবে আইন মানলে স্বস্তিদায়ক হয় চলাচল। এতে কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিছুটা সময় বাঁচাতে পারে তাহলে আমরা মনে করবো আমাদের চেষ্টা সফল হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের এ ট্রাফিক সপ্তাহে আপাতত রেডক্রিসেন্টের সদস্যরা সংযুক্ত হবে। প্রয়োজনে রোবার স্কাউটের সদস্যরাও সংযুক্ত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী পথচারী, যাত্রী এবং বাস চালকদের উদ্দেশ্যে বলেন, মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই এটি কানে লাগিয়ে বাস চালাবেন না, মোটরসাইকেল চালাবেন না, রাস্তা পারাপার হবেন না। তাহলেই সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনার চলতি অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না। প্রয়োজনে অতি জরুরি হলে রাস্তার এক পাশে থেমে কথা সেরে নিবেন। তবুও চলতি অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না।

বক্তব্য শেষে আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক পক্ষ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত