সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:৪২

সিলেটের ১৮টিসহ ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ

দেশের পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১০ মার্চ।

রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, পাঁচ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ হবে। প্রথম ধাপের মনোনয়ন জমার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী ও নাটোরের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

ইসি সচিব জানান, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ ১৮ মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপ ৩১ মার্চ, পঞ্চম ধাপ সম্ভাব্য ১৮ জুন।

আপনার মন্তব্য

আলোচিত