সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৫৯

গয়েশ্বর পুত্রবধু নিপুণ রায় কারামুক্ত

টানা পঞ্চাশ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

নিপুণ রায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু এবং দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।

গত বছরের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় পুলিশ পৃথক ৩টি মামলায় আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্যকে। ১৫ নভেম্বর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা ও নিপুণ রায়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত