সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৯ ১৩:০০

সাংবাদিক আনোয়ারুল হকের মৃত্যু

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হক আর নেই।

শুক্রবার (২২ মার্চ) ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।

আনোয়ারুল হক দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা হবে। তারপর বেলা ৩টায় দ্বিতীয় জানাজা হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডেইলি স্টারে চিফ রিপোর্টার, সিটি এডিটর পদে দায়িত্ব পালন করা এই সাংবাদিক বর্তমানে বিলুপ্ত মনিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন আনোয়ারুল হক। এক সময় তিনি ছিলেন গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতা।

দিল্লিতে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করে এসে ২০০৭ সালে আনোয়ার ব্রাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন।

২০০০ ও ২০০১ সালে পর পর দুই মেয়াদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক। ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ফৌজিয়ানসের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।

মৃত্যুকালে আনোয়ারুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

আপনার মন্তব্য

আলোচিত