সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৯ ১৬:২৭

রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রিন লাইন

মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে প্রাথমিক ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। হাই কোর্টের নির্দেশে বুধবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে মালিকপক্ষ এ টাকা পরিশোধ করেন।

এর আগে বুধবার সকালে হাই কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীকে উদ্দেশ্যে করে এ আদেশের পর গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ এ টাকা পরিশোধ করেন।

এছাড়া ক্ষতিপূরণ বাবদ বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন খন্দকার শামসুল হক রেজা এবং গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন হাই কোর্ট। এর আগে গত ৩১ মার্চ গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন গ্রিন লাইন কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত